Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ফরিদপুরে হত দরিদ্রদের নামে বরাদ্দের ২১ বস্তা চাল পাচারকালে উদ্ধার

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২০, ১২:৫৫ পিএম

হত দরিদ্রদের জন্যে বরাদ্দ দেয়া ভিজিডির চাল পাচারকালে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর এলাকায় তিন স্থানে থেকে মোট ২১ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগীতায় বৃহস্পতিবার বিকালে চালগুলো জব্দ করে থানায় নিয়ে আসে।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি দল অম্বিকাপুর রেল ব্রীজ সংলগ্ন স্থানে ভ্যান থেকে আট বস্তা চাল উদ্ধার করা হয়। পরে ভ্যান চালকের স্বিকারোক্তি অনুযায়ী একই এলাকার আক্কাস শেখের বাড়ীতে াভিযান চালিয়ে আরো নয় বস্তা এবং অম্বিকাপুর পুরাতন বোর্ড অফিস থেকে আরো চার বস্তা মোট ২১ বস্তা চাল উদ্ধার করা হয়। তিনি জানান, আক্কাস শেখ পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ