বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা দুর্যোগেও থামছে না নিষ্ঠুরতা। নগরীর হালিশহরে ঘর থেকে ডেকে এনে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে আত্মীয়রা। অন্যদিকে আনোয়ারা উপজেলায় পাওনা তিন হাজার টাকার জন্য পক্ষাঘাতগ্রস্ত এক ব্যক্তিকে খুন করেছে দোকানি।
পুলিশ জানায়, গতকাল বুধবার ভোরে নগরীর রামপুরা বড়পুকুর পাড় এলাকায় মো. জামাল (৩৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তিনি ওই এলাকার আমীর আহমেদ ড্রাইভারের ছেলে। এ ঘটনায় জড়িত দুই সহোদর মো. ইসমাঈল (৩৮) ও মো. ইকবালকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। তারা রামপুরা এলাকার ইউসুফ সর্দারের ছেলে। পুলিশ জানায়, জামাল তাদের চাচাতো ভাই। পূর্ব শত্রæতার জেরে এ খুনের ঘটনা ঘটে।
এদিকে মঙ্গলবার রাতে আনোয়ারা উপজেলা বরুমছড়ায় আবদুল আলীমকে (৫৫) ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় পাওনাদার এক দোকানি। সেখানে তার মৃত্যু হয়। পুলিশ জানায়, মুদি দোকানি আবুল কালাম তার কাছে তিন হাজার টাকা পান। রাতে তাকে দোকানের সামনে পেয়ে টাকা দাবি করেন। কথা কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করেন ও ধাক্কা দিয়ে ফেলে দেন। ১০ বছর আগে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে প্রায় পঙ্গু অবস্থায় ছিলেন তিনি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।