Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ইসলামবিরোধী প্রচারণা ও হামলা বন্ধের আহ্বান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

নয়াদিল্লির নিজামুদ্দিন এলাকায় একটি ইসলামি সভাকে অজুহাত করে ভারতের পুরো মুসলিম স¤প্রদায়ের ওপর হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে জমিয়তে ওলামায়ে হিন্দ সংগঠন। এছাড়া, ভারতে ইসলামবিরোধী প্রচারণা বন্ধের আহ্বান জানিয়েছে তারা। মঙ্গলবার ওই সংগঠন হাইকোর্টে এ আহ্বান জানায়। হাইকোর্টকে তারা জানিয়েছে, নয়াদিল্লির নিজামুদ্দিন এলাকায় একটি ইসলামি সভাকে অজুহাত করে ভারতের পুরো মুসলিম স¤প্রদায়ের ওপর হামলা চালানো হচ্ছে। তাদের দাবি, মুসলমানদের স্বরূপ বিকৃত করায় ভারতে মুসলমানদের জানমাল এবং স্বাধীনতা বর্তমানে হুমকির মুখে পড়েছে। এর ফলে তাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। ভারতের মুসলিম স¤প্রদায়ের বিরুদ্ধে যেসব মিডিয়া এখন মিথ্যা ও বানোয়াট খবর দিচ্ছে, হাইকোর্টের কাছে তাদের বিরুদ্ধে শাস্তিম‚লক ব্যবস্থা নিতে ভারত সরকারকে আদেশ দেয়ারও আবেদন জানিয়েছে এ সংগঠন। স¤প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লির নিজামুদ্দিন এলাকায় তাবলিগ জামাতের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে ন হাজারের মতো মানুষ অংশ নেয়। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ক্ষেত্রে ওই সম্মেলনকে দায়ী করে কোনো কোনো মিডিয়া মুসলিম স¤প্রদায়ের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। আর ওই অজুহাতকে পুঁজি করে ইসলাম বিদ্বেষী মহল সারা ভারতে ইসলামভীতি এবং বিরোধী ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছে। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ