মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের পশ্চিমবঙ্গের একটি পাহাড়ি জঙ্গলে আগুন লেগেছে। এ ঘটনায় বহু বন্যপ্রাণী মারা যাওয়ার আশঙ্কা করছেন সেখানকার কর্মকর্তারা। এদিকে, আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছেন দমকল বাহিনীর কর্মীরা। খবর নিউজ ১৮-এর। জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ি জঙ্গলে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। দাউদাউ করে জ্বলছে টানা ১২ ঘণ্টারও বেশি সময় ধরে। এতে বহু বন্যপ্রাণী পুরে মরে যাওয়ার আশঙ্কা করছেন কর্মকর্তারা। আবার অনেকে মনে করছেন, এখনই আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে সেটি স্থানীয় এলাকায় ছড়িয়ে পড়তে পারে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, কয়েকদিন ধরেই বাংলার এই শুশুনিয়া পাহাড়ি জঙ্গলে আগুন দেখা যাচ্ছিল। আজ বুধবার সেটি দাউদাউ করে জ্বলে ওঠে। তারা আরও জানিয়েছেন, গোটা পাহাড়ে আগুন ছড়িয়ে পড়েছে। পাহাড় জুড়ে আগুন দেখে বহু মানুষ ভিড় জমিয়েছেন শুশুনিয়া পাহাড়ের নিচে। এলাকায় পৌঁছে গিয়েছেন দমকলকর্মীরা। আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। মনে করা হচ্ছে, জঙ্গলের শুকনো পাতায় ঘষা লেগেই আগুন ছড়িয়েছে। ধীরে ধীরে ভয়াবহ আকার নিচ্ছে এই আগুন। নিউজ এইটিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।