Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ চ্যানেল আইতে দারুচিনি দ্বীপ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

হুমায়ূূন আহমেদের উপন্যাস অবলম্বণে নির্মিত এর সংলাপ ও চিত্রনাট্য তিনি নিজেই করেছিলেন। আর ছবিটি পরিচালনা করেছেন তৌকির আহমেদ। দারুচিনি দ্বীপে অভিনয় করেছেন রিয়াজ, জাকিয়া বারী মম, ইমন, বিন্দু, আবুল হায়াত, মোশাররফ করিম, আসাদুজ্জামান নূর, আবদুল্লাহ আল মামুন, ফজলুর রহমান, ডলি জহুর, ওয়াহিদা মল্লিক জলি, চ্যালেঞ্জার প্রমুখ। ২০০৭ সালে ছবিটি সাতটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল। বিদেশী পুরস্কারের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়ায় ২০১০ সালে বালি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিদেশী ভাষার সেরা চলচ্চিত্র পুরষ্কার। 

এ ছবির গল্পটি তৈরী হয়েছিল একদল স্বপ্নবাজ তরুণ-তরুণীর বাংলাদেশের সুন্দরবন, কক্সবাজার, সেন্ট মার্টিন ইত্যাদি স্থানে বেড়াতে যাওয়ার গল্প নিয়ে। শেষ পর্যন্ত তারা প্রথমে দারুচিনি দীপ যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু শুভ (রিয়াজ) তার দুর্বল দৃষ্টিশক্তির জন্য একটি বড় সমস্যা হয়ে দাড়ায়। আবার কারো টাকা জোগাড় হয় না। একমনকি কারো পরিবারের সম্মতি মিলে না। এমন নানান জটিলতায় ছবিটির গল্প এগিয়ে যায়। ছবিটি চ্যানেল আইতে দেখানো হবে ৯ এপ্রিল বিকেল ৩.০৫ মিনিটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দারুচিনি-দ্বীপ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ