Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ভিডিও কনফারেন্স পাকিস্তান ও চীনা সেনাবাহিনীর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাসের ফলে সৃষ্ট রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য পাকিস্তান ও চীনা সেনাবাহিনী ভিডিও কনফারেন্সের আয়োজন করেছে। বেইজিংয়ে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানায়। দুই সেনাবাহিনীর ক্লিনিক্যাল, টেস্টিং, প্রিভেনশন ও কন্ট্রোল সংশ্লিষ্ট ২০ জনের মতো স্বাস্থ্য কর্মকর্তা ও বিশেষজ্ঞ এতে অংশ নেন। বেইজিং, উহান ও রাওয়ালপিন্ডির মধ্যে এই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। চীনের কর্মকর্তারা প্র্রথমে সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা করেন এবং নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, নতুন করোনাভাইরাস নিউমোনিয়া শনাক্তকরণ প্রযুক্তি ব্যবস্থা, ম‚ল বিষয়বস্তু, পরীক্ষা ও চিকিৎসা পরিকল্পনাগুলো বর্ণনা করেন। এরপর দুই পক্ষ জরুরি কমান্ড সমন্বয়, মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ ও শনাক্তকরণ, ক্লিনিক্যাল চিকিৎসা ও অন্যান্য বিষয়ের প্রতি নজর দেন। বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করে সঙ্কটাপন্ন রোগীদের চিকিৎসা কৌশল ও নসোকমিক্যাল ইনফেশন নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো গভীরভাবে আলোচনা করা হয়। প্রথমবারের মতো মহামারী প্রতিরোধ ও চিকিৎসার অভিজ্ঞতা বিনিময়ের জন্য পাকিস্তানি পক্ষ চীনকে ধন্যবাদ দেয়। নতুন করোনাভাইরাস নিউমনিয়া মহামারী মোকাবেলায় গুরুত্বপ‚র্ণ ফলাফল অর্জনের জন্য চীনকে অভিনন্দন জানায় পাকিস্তান। জানা গেছে, করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধের ক্ষেত্রে কোন বিদেশী বাহিনীর সঙ্গে চীনা সামরিক বাহিনী এই প্রথম নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য ভিডিও কনফারেন্সের আয়োজন করে। উর্দু পয়েন্ট, এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ