বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বিভিন্ন গ্রামে গরুর তরকা রোগে আক্রান্ত হয়ে পর পর ৩টি ষাঁড় গরু মারা যাওয়ায় কৃষকদের মাঝে উদ্বেগ, উৎকণ্ঠার পাশাপাশি এক ধরণের আতংক দেখা দিয়েছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে কেন্দুয়া উপজেলার বিভিন্ন গ্রামে গরুর তরকা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত ৪ দিনে রোয়াইলবাড়ী ইউনিয়নের আমতলা গ্রামের ইদ্রিছ মিয়ার প্রায় দেড় লাখ টাকা দামের একটি ষাঁড় গরু, শফিকুল ইসলামের ৭০ হাজার টাকা দামের একটি ষাঁড় গরু এবং হেলিম মিয়ার ৪০ হাজার টাকা দামের একটি বকনা গরু তরকা রোগে মারা গেছে।
এছাড়াও মাস্কা, সান্দিকোনা ও চিরাং ইউনিয়নের বিভিন্ন গ্রামে গরুর মাঝে তরকা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আমতলা গ্রামের বিপ্লব, কলসাটি গ্রামের কাঁলা চান, নিলাম্বরগীলা গ্রামের আবুল মিয়া, সাগুলী গ্রামের আজিজুল, কমলপুর গ্রামের শহীদ মিয়ার অভিযোগ গরুর তরকা রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে জানতে মাঠ পর্যায়ে প্রাণি সম্পদ বিভাগের কাউকে খোঁজে পাওয়া যায় না। তারা আরো জানান, গ্রামে প্রাণি সম্পদ বিভাগের কোন ডাক্তার যেতে চায় না। বিশেষ ভাবে অনুরোধ করলেও তারা পাঁচশ, হাজার টাকার নীচে কোন কথা বলে না।
এ ব্যাপারে কেন্দুয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খোরশেদ দেলোয়ারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, প্রাণি সম্পদ উন্নয়নে প্রতি ইউনিয়নে ২ জন করে মাঠ কর্মী কাজ করছেন। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে গণপরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় এই মূহুর্তে ঢাকা থেকে পর্যাপ্ত তরকা রোগ, ক্ষুরারোগের ভ্যাকসিন আনা সম্ভব হচ্ছে না। তবে উপজেলা প্রাণি সম্পদ অফিসে কিছু ভ্যাকসিন স্টক আছে। যেসব এলাকায় তরকা রোগ হয়েছে সেই সব এলাকার কৃষকরা তাদের গরু উপজেলা প্রাণি সম্পদ অফিসে এনে ডাক্তারকে দেখাতে পারেন এবং ভ্যাকসিন নিয়ে যেতে পারেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।