বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার কেরানীগঞ্জে আরো একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই রোগীর নাম সুলতান মাহমুদ(৩৫)। তার বাড়ি কালিন্দী ইউনিয়নের বরিশুড় গ্রামে। এই নিয়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা এখান পাঁচজন। সুলতান মাহমুদ তিনি কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকদিন আগে তার নমুনা সংগ্রহ করিয়েছিলেন। আজ বুধবার(৮এপ্রিল) বিকেল ৩টায় ঢাকা থেকে নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ফলাফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিসে আসে।এতথ্যটি নিশ্চিত করে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর মোবারক হোসোইন জানান,তারা ১৬জনের নমুন সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছিলেন। এদের মধ্যে একজনের করোনা শনাক্ত রিপোর্ট এসেছে। তাদের নমুনা সংগ্রহ পরীক্ষায় এপর্যন্ত তিনজন করোনা শনাক্ত হয়েছেন। বাকী দুইজন তারা ঢাকা থেকে নমুনা পরীক্ষা করিয়ে তারা করোনা শনাক্ত হয়েছেন। তারা প্রতিদিনই সন্দেহভাজন মানুষের নমুনা সংগ্রহ করছেন। করোনা রোগী শনাক্ত হওয়ায় শুভাঢ্যা পুর্বপাড়া দেওয়ান বাড়ি ও জিনিজিরা ইউনিয়নে লকডাউন চলছে। এদিকে গত শনিবার(৫এপ্রিল) জিনজিরা মডেল টাউন এলাকায় গোলাম মোস্তফা(৬৫) নামে এক করোনা রোগে শনাক্ত হয়। পরের দিন রোববার(৬এপ্রিল) দক্ষিন কেরানীগঞ্জের শুভাঢ্যা পুর্বপাড়া দেওয়ান বাড়ি এলাকায় মোঃ মজিবর রহমান(৬৮) নামে এক ব্যক্তি করোনা রোগে শনাক্ত হয়। একই দিন কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ইউনিয়নের জিনজিরাবাগ এলাকায় নুরে আলম ঢালী ওরফে নোমান(৩৫) একং চররঘুনাথপুর গ্রামে মোঃ সাহাবুদ্দিন(৪৭) নামে দুই ব্যক্তি করোনা রোগে শনাক্ত হয়। অপরদিকে কেরানীগঞ্জে এখনো ৫৩জন হোম কোয়ারেন্টাইনে আছে। ইতিমধ্যে ১০৫জন হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।