বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বিভিন্ন বাড়ীর ঘরের দরজায় দরজায় ও দোকান পাট গুলোতে নিম পাতা ডাল ঝুলিয়ে রেখেছে এলাকাবাসীর লোকজন। উপজেলার বহপুর ইউনিয়নের শান্তি মিশন এলাকায় বুধবার সকালে প্রতিটি বাড়ীর ঘরের দরজা, খাটের সাথে ও মানুষের হাতে হাতে নিমের পাতা ও নিমের ডাল দেখা মেলে। শান্তি মিশনের নিম অর্গানিকের প্রডাক্টশন ম্যানেজার আবু নাঈম জানান, করোনা প্রাদুর্ভাবের কারণে আমরা ফ্যাক্টারী বন্ধ করে রেখেছি। নিমের তৈরীকৃত প্রসাধনীর বর্তমান ব্যাপক চাহিদা থাকলেও দিতে পারছি না। এলাকার লোকজন শান্তি মিশনে এসে নিমের পাতা নিয়ে তাদের বাড়ীর ঘরের দরজায় ও দোকানের সামনে ঝুলিয়ে রেখেছেন। তবে নিম পাতায় ভাইরাস প্রতিরোধে কাজ করবে বলে আমি আশা করছি। ফ্যাক্টারীর ম্যানেজার ইসমাইল জানান, আমরা এলাকার মানুষের কথা চিন্তা করে রবিবার সকাল থেকে তিনশত পরিবারের বাড়ীর ঘরের দরজায় ও দোকানে বিনা মূল্যে নিমের পাতা ও ডাল বিতারণ করেছি। এখবরে বিভিন্ন গ্রাম এলাকা থেকে নিমের পাতা ও ডাল নিতে শান্তি মিশনে ছুটে আসছেন সাধারণ মানুষেরা। বহরপুর গ্রামের সুবল সরকারের স্ত্রী আরতী সরকার জানান, নিম ভাইরাস প্রতিরোধে কার্যকরীতা সুফল পাবো বলে আমরা ঘরের দারজায় নিমের ডাল ঝুলিয়ে রেখেছি। কামনা সরকার জানান, বাংলাদেশ নিম ফাউন্ডেশনের উদ্যোগে অনেক বাড়ীতেই নিম পাতা ও নিমের ডাল বিতরণ করা হয়েছে। আমরা আশা করছি নিমের পাতার ভাইরাস থেকে মুক্তি পাবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।