Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

নাচোলে কর্মহীনদের মাঝে ১০টাকা দরে চাউল বিক্রি শুরু

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২০, ১২:৪০ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশেষ ভ্রাম্যমাণ ওএমএস কার্যক্রমের আওতায় কর্মহীনদের মাঝে ১০টাকা কেজি দরে চাউল বিক্রি শুরু হয়েছে। নভেল করোনা ভাইরাস সংক্রমনের কারণে সরকারি নির্দেশনায় দোকান-পাট, হাট-বাজর ও শিল্পকারখানা বন্ধ থাকায় শ্রমিক ও পেশাজীবীরা কর্মহীন হয়ে পড়েছে। এ পরিবর্তিত পরিস্থিতিতে জেলাশহর বহির্ভূত পৌরসভায় বিশেষ ওএমএস কার্যক্রমের আওতায় ১০ টাকা কেজি দরে প্রত্যেক পরিবারের জাতীয় পরিচয় কার্ডধারী ১ জনকে ৫ কেজি করে সপ্তাহে ১ বার চাউল প্রদান শুরু হয়েছে। ৮ এপ্রিল সকাল ১০টায় নাচোল পৌর এলাকর ৪, ৫ ও ৬ নং ওয়াডের কর্মহীনদের মার্ঝে বিশেষ ভ্রাম্যমাণ ওএমএস ডিলারের মাধ্যমে নাচোল সুইট ফিলিং স্টশন এলাকায় চাউল বিক্রির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, পৌর মেয়র আব্দুর রশিদ খান, নাচোল থানার অফিসার ইন্চার্জ সেলিম রেজা, স্থানীয় সাংসদের প্রতিনিধি নাচোল পৌর বিএনপির সেক্রেটারি দুরুল হোদা ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আজাহার আলী এবং (ট্যাগ অফিসার) জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী ইউসুফ আলী। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রেজাউল করিম ও মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নী। উল্লেখ্য, উপজেলার ইউনিয়ন সমূহেও ওএমএস কার্যক্রমের আওতায় কর্মহীনদের মাঝে ১০টাকা কেজি দরে চাউল বিক্রি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাউল বিক্রি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ