Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বারইয়ারহাট পৌরসভার সাড়ে ৩৩ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে পৌরসভার লাইসেন্স পরিদর্শক মো: নুরুল করিমের উপস্থাপনায় মেয়র মোহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সিডিএ সদস্য আলহাজ জসীম উদ্দিন।
২০১৬-২০১৭ অর্থবছরের বাজেট ঘোষণা বক্তৃতায় মেয়র নিজাম উদ্দিন বলেন, চলতি বছরের ২৪ জানুয়ারি শপথ গ্রহণের পর ২৯ ফেব্রæয়ারি মেয়র হিসাবে পৌরসভার দায়িত্ব গ্রহণ করি। দায়িত্ব গ্রহণের পর পরই মানুষের দৌরগোড়ায় পৌরসভার সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে পৌরসভার নিজস্ব অর্থায়নে ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সমাধান, পৌর এলাকায় স্ট্রিট লাইটের ব্যবস্থা, বিভিন্ন স্ট্যান্ড নির্মাণ, কাঁচাবাজার উন্নয়ন, পৌর এলাকা পরিচ্ছন্নতা কার্যক্রমসহ নানা কার্যক্রম হাতে নিয়েছি। এ সময় তিনি বারইয়ারহাট পৌরসভাকে একটি আদর্শ পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে ২০১৬-২০১৭ অর্থবছরের জন্য ৩৩ কোটি ৫৪ লাখ ৪০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন।
আলোচনা সভার শুরুতে প্যানেল মেয়র মো: হারুন স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রাশেদ, বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র জালাল উদ্দিন, বারইয়ারহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: আলমগীর। এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হারুন, কাউন্সিলরবৃন্দ এবং বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বারইয়ারহাট পৌরসভার সাড়ে ৩৩ কোটি টাকার বাজেট ঘোষণা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ