নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ দ্বিতীয় ছেলে সন্তানের বাবা হলেন। আজ (মঙ্গলবার) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি। ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে টি-টোয়েন্টি অধিনায়ক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। গত রাতে (সোমবার) আমাদের দ্বিতীয় ছেলের জন্ম হয়েছে। আপনারা সবাই তার জন্য দেয়া করবেন।’
২০১১ সালের ২৫ জুন মাহমুদউল্লাহ রিয়াদ বিয়ে করেন জান্নাতুল কাওসার মিষ্টিকে। ২০১২ সালের ৩ জুন তিনি প্রথমবারের মতো বাবা হন। এই দম্পতির ঘরে আসে পুত্র সন্তান। এবারও রিয়াদ-মিষ্টির ঘরে পুত্র সন্তান এলো।
অন্যদিকে, আরেক টাইগার ক্রিকেটার সাকিব আল হাসানও আবার বাবা হতে চলেছেন। বিষয়টি সাকিব নিজেই নিশ্চিত করেছেন। তাদের ঘরে আবার কন্যা সন্তান আসছে বলে জানিয়েছেন তিনি। সাকিব তার স্ত্রী ও কন্যার সঙ্গে এখন যুক্তরাষ্ট্রে আছেন। ২০১২ সালের ১২ ডিসেম্বর (১২-১২-১২) তে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির। ২০১৫ সালের নভেম্বরে শিশিরের কোল আলো করে পৃথিবীতে আসে আলাইনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।