Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের বাবা হচ্ছেন সাকিব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২০, ৪:৫৮ পিএম

দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন সাকিব আল হাসান। আজ (মঙ্গলবার) নিজের ফেসবুকে, অব্রির ছবি পোস্ট করে সাকিব লিখেছেন, ‘বিগ সিস্টারহুড।’ হাস্যোজ্জল অব্রির ছবি দেখেই বোঝা যাচ্ছিল, বড় বোনের দায়িত্ব পালনে পুরোপুরি প্রস্তুত। তাতে লেখা ‘ওয়েলকাম হোম’। চোখ বন্ধ করে আলাইনা প্রকাশ করছে উচ্ছ্বাস।

ব্যাস এটুকুই। ভক্তদের অবশ্য বুঝতে বাকি নেই দ্বিতীয়বার কন্যা সন্তানের বাবা হতে যাচ্ছেন সাকিব। কমেন্ট বক্সে পড়েছে হাজার হাজার অভিনন্দন বার্তা।

কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রে গিয়ে একটি হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল সাকিবকে। সেখানে দুই সপ্তাহ কাটিয়ে উইসকনসিনের ম্যাডিসন শহরে নিজের পরিবারের কাছে ফিরেই সুসংবাদ দিয়েছেন তিনি।

দ্বিতীয় সন্তান পৃথিবীতে এসেছে নাকি অনাগত অতিথি সেটি পরিষ্কার করেননি সাকিব। ২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী শিশিরকে বিয়ে করেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় এ তারকা। ২০১৫ সালের ৮ নভেম্বর তার স্ত্রী’র কোলজুড়ে আসে প্রথম সন্তান আলাইনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ