Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপাসিয়ায় শ্বাসকষ্টে এক মহিলার মৃত্যু, নমুনা সংগ্রহ

কাপাসিয়া (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২০, ৯:৪৬ পিএম
কাপাসিয়া উপজেলার কতরগাঁও ইউনিয়নের তরগাঁও গ্রামের  পূর্বপাড়ায় ‘শ্বাসকষ্টে’ আক্রান্ত হয়ে   মধ্যবয়সী এক মহিলার  মৃত্যু হয়েছে। ওই মহিলার বয়স হয়েছিল ৩৫ বছর। 
জানাযায়, ৬ এপ্রিল  সোমবার সকাল ৯ টার দিকে ওই মহিলা নিজ বাড়িতেই  মৃত্যুবরণ করে ।  এ মহিলার কোনপ্রকার  জ্বর   সর্দি বা কাশি ছিল না বলে জানাযায়। 
এ ব্যাপারে  কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম জানান, ওই মহিলার জ্বর বা সর্দি কাশি ছিল না। শ্বাসকষ্টের সমস্যা ছিল।  কয়েক বছর ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছেন।  শ্বাসকষ্টের চিকিৎসার জন্য তিনি কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকবার এসেছিলেন। ওই নারীর স্বামী,সন্তান সহ পরিবারের অন্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআর এ পাঠানো হবে বলেও জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম। তাঁর অভিমত ওই মহিলা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়নি। তবে এ নিয়ে এলাকার লোকজনের মাঝে এক ধরনের ভয়,সন্দেহ  ও আতংক বিরাজ করছে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ