Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

কেশবপুরে মোবাইল কোর্ট ব্যবসায়ীসহ ৬জনকে জরিমানা

কেশবপুর উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২০, ৭:৪৭ পিএম

আজ সোমবার সকালে উপজেলার বিভিন্ন হাট ও বাজারে সরকার ঘোষিত করোনা ভাইরাস প্রতিরোধে নিরাপদ দুরত্ব বজায় না রাখায় এবং ব্যবসা প্রতিষ্ঠান  খোলা রাখায়  কেশবপুরের উপজেলা নির্বাহি অফিসার নুসরাত জাহান, মোবাইল কোর্ট বসিয়ে তিন ব্যবসায়ী  ও তিন ব্যক্তিকে পৃথক পৃথক ভাবে ৫হাজার ৬শত টাকা  মোবাইল কোর্টের মাধ্যমে আদায় করেছেন। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট এর ক্ষমতাবলে এই জরিমানা  প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসের পেশকার বিশ্বজিত রায় জানান, করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিদিনের ন্যায় সোমবার উপজেলার বিভিন্ন হাট-বাজার পরিদর্শন করেন। এসময় করোনা প্রতিরোধের বিভিন্ন দিক নির্দেশনা ও বিধি নিষেধ না মানায় ৬ জনকে মোবাইল কোর্ট জরিমানা করে।  অর্থদন্ড প্রাপ্তরা হলেন,কেশবপুর শহরের গাজীর মোড়ের এসকে হার্ডওয়ার এর মালিক দিলিপ সাহাকে দোকান খোলার অপরাধে ২হাজার টাকা, একই  মোড়ের চা বিক্রির অভিযোগে  আঃ ওহাব (চা)কে  ২ হাজার টাকা, কলাগাছি বাজারের মুদির দোকান খোলা রাখায়  বাসুদেব পালকে ১ হাজার,হৃদ বাজারের ব্যবসায়ী শহিদুলকে দোকান  খোলা রাখায় ২শ এবং বিনা কারনে রাস্তায় বের হওয়ায় মটরসাইকেল চালক পবিত্র মিত্র কে  ২ শ টাকা ও বাবুর আলী  খা কে  ২শ টাকা  জরিমানা  করে আদায় করা হয়েছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ