Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বস্তির ২০০ মানুষকে প্রতিদিন খাওয়াচ্ছেন রকুল প্রীত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২০, ৭:৪৪ পিএম

রিপোর্টে প্রকাশ, গুরুগ্রামে নিজের বাড়ির পাশে যে বস্তি রয়েছে, সেখানকার প্রায় ২০০ মানুষকে খাওয়াচ্ছেন রকুল। শুধু তাই নয়, নিজের বাড়িতে রান্না করা খাবার দিয়ে ওই ২০০ মানুষের পেট ভরাচ্ছেন রকুল। রকুলের মা-বাবা কুলবিন্দর সিং এবং রাজেন্দ্র সিং মেয়েকে সাহায্য করছেন।

১৪ এপ্রিলের পরও যদি লকডাউনের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়, তাহলেও তিনি এই কাজ করে যাবেন বলে জানান রকুল প্রীত। পাশাপাশি নিজের সোসাইটির মধ্যেই ওই ২০০ মানুষের জন্য খাবার রান্না করা হচ্ছে বলেও জানান বলিউড অভিনেত্রী।

লকডাউনের জেরে দেশের প্রায় সব শ্রমিক পরিবারগুলি অসহায় হয়ে পড়েছে, সেই সময় তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সেলেবরা। একের পর এক তারকা এগিয়ে আসছেন দৈনিক রোজগেরে মানুষগুলির দিকে সাহায্য়ের হাত বাড়িয়ে দিয়ে। সেই তালিকায় যুক্ত হল ভারতীও অভিনেত্রী রকুল প্রীত সিংয়ের নামও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রকুল প্রীত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ