Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে অযথা ঘুরাঘুরির কারনে সাত যুবককে জরিমানা করলেন ভ্রাম্যমান আদালত

সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২০, ৬:৩৮ পিএম

কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে সরকার। আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীও তৎপর। সরকারি আদেশ অমান্য করে সাত যুবক কারণ ছাড়াই উপজেলা ফটকের সামনের রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছিল। আজ সোমবার(০৬.০৪.২০২০) বেলা চারটায় ভ্রাম্যমাণ আদালতের নজরে পড়লে আদালতের নির্দেশে পুলিশ ওই সাত যুবককে আটক করে। পরে তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা।

সাজা পাওয়া এক যুবক বলেন, ‘তওবা করলাম, আমি আর ঘর থেকে বের হবো না।’

ইউএনও কার্যালয়ের সিএ শ্রী বুদ্ধদেব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমান আদালত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ