বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছেন আরও এক যুবক।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে তাকে ভর্তি করা হয়।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়া যুবক সম্প্রতি মালয়েশিয়া থেকে ফিরেছেন। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ সংশ্লিষ্ট উপসর্গ থাকায় তাকে আইসোলেশনে নেওয়া হয়েছে। ইতোমধ্যে তার নমুনা সংগ্রহ খরে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এদিকে, সাতক্ষীরা থেকে এ পর্যন্ত ১৩ জনের নতুন সংগ্রহ করে করোনো ভাইরাসের উপস্থিতি পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত দুইজনের রিপোর্ট এসেছে। যাদের করোনো টেস্টের রিপোর্ট নেগেটিভ। বাকীদের রিপোর্ট কাল অথবা পরশু আসতে পারে।
অপরদিকে, সাতক্ষীরায় বিদেশ ফেরত আরো ৫৪ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এনিয়ে, এ পর্যন্ত মোট ৩ হাজার ৩২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া ছাড় পত্র দেয়া হয়েছে ১ হাজার ৩০ জনকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।