বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় সোমবার পর্যন্ত কোয়ারেন্টাইন শেষ করে ছাড়পত্র পেয়েছেন ১৪ হাজার ৩১৭ জন। তাদের সবাই সুস্থ্য আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। রোববার নতুন করে কোয়ারেন্টাইনে গেছেন ৪২ জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে গেছেন সর্বমোট ১৫ হাজার ১৯৩ জন যাদের বেশিরভাগ প্রবাসী ও বিদেশ ফেরত।
স্বাস্থ্য বিভাগ থেকে দুপুরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে চার জনকে। মোট প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে গেছেন ৪২ জন। ছাড়পত্র পেয়েছেন ২৪ জন। নতুন করে একজনকে আইসোলেশনে প্রেরণ করা হয়েছে।
আইসোলেশনে গেছেন মোট ২১ জন, ছাড়পত্র পেয়েছেন ১২ জন। ২৪ ঘণ্টায় করোনা সনাক্ত হয়েছে একজনের (চট্টগ্রাম নগরীর দামপাড়ায়)। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্ত রোগীর সংখ্যা দুই জন এবং কক্সবাজারের একজনসহ পুরো বিভাগে তিনজন। তারা আগের তুলনায় ভাল আছেন বলে জানান চিকিৎসকেরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।