Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চাঁদপুরে জনসমাগম সামলাতে হিমশিম প্রশাসন : জরিমানা ৫৩ জনের

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২০, ১২:১৪ পিএম

চাঁদপুরে সামাজিক দূরত্ব ভঙ্গ করার হিড়িক পড়েছে। সড়কে পায়ে হেটে কিংবা যানবাহনে চেপে অসংখ্য মানুষ বের হয়ে আসে। উপযুক্ত কোনো কারণ ছাড়াই ঘর ছেড়ে বেরিয়ে পড়ছে মানুষজন।
এমন পরিস্থিতিতে চাঁদপুর শহরসহ জেলার বিভিন্ন স্থানে তাদেরকে সামাল দিতে হিমশিম খেতে হয়, সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

এ অবস্থায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এমন ৫৩ জনকে আর্থিক জরিমানা করা হয়।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানান, রোববার থেকে সোমবার সকাল পর্যন্ত চাঁদপুর শহরসহ জেলার বিভিন্নস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ অভিযান পরিচালনা করেন। এ সময় ৫৩ ব্যক্তির কাছ থেকে ২৫ হাজার ৮শ' টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া অনেকেই সতর্ক করে দেওয়া হয়। একই সঙ্গে প্রয়োজনীয় কাজ থাকায় এবং উপযুক্ত প্রমাণপত্র থাকায় আরো অনেকে ছাড় পান।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যাদের জরিমানা আদায় করা হয়েছে, তারা কোনো কারণ ছাড়াই সড়কে ঘুরাঘুরি করেন।
এমনকি এ সময় তারা সামাজিক দূরত্ব পর্যন্ত বজায় রেখে চলাচল করেননি। ফলে করোনাভাইরাস পরিস্থিতিতে সঙ্গত কারণে এসব মানুষের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ আইনে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হয় প্রশাসন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ