Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিয়া সেড্যু মনে করেন #মিটু আন্দোলন ভন্ডামি ভরা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২০, ১২:০২ এএম

ফরাসী বংশোদ্ভূত হলিউড তারকা লিয়ও সেড্যু মনে করেন #মিটু আন্দোলন ভন্ডামি ছাড়া আর কিছু নয় কার অধিকাংশ যৌন হেনস্তার শিকার নারী কার্যক্রম শুরু হবার পরই কথা বলতে শুরু করে।
এক সাক্ষাতকারে সেড্যু বলেন, সবাই যৌন হেনস্তার শিকার হলেও আন্দোলন শুরু হবার আগে পর্যন্ত চুপ করে ছিল। সেড্যুকে ‘জেমস বন্ড’ সিরিজের আসন্ন ফিল্ম ‘নো টাইম টু ডাই’তে ড.ম্যাডেলিন সোয়ানের ভূমিকায় দেখা যাবে। “এতে প্রচুর ভন্ডামি আছে। কারণ সবাই জানত! আর তারা এর সুযোগ নিয়েছে আর এখন বলছে, ‘হ্যাঁ আমি এর শিকার’, আর তাতে তারা সাহসীতে পরিণত হয়ে গেছে,” সেড্যু বলেন। তিনি মনে করেন ক্ষমাই এর পরবর্তী পদক্ষেপ, “আমার মতে সাহসী সেই যে ক্ষমা করতে পারে। আমরা ক্ষমা করা চাই, তাই না?”, সেড্যু বলেন। তিনি মনে করেন যে নারীরা একতাবদ্ধ হয় তাদের দিকে কম মনোযোগ দেয়া উচিত। “নারীবাদী হওয়া ভাল। তবে আমাদের পুরুষবাদীও হতে হবে। বিপরীতে পরুষদেরও নারীবাদী হতে হবে। পরস্পরকে সমর্থ করা উচিত আমাদের,” তিনি বলেন। তিনি জানান ‘নো টাইম টু ডাই’ ফিল্মে তার চরিত্রটি সস্তা নয়। বিপরীতে জেমস বন্ড চরিত্রটি অনেকক্ষেত্রে ইন্দ্রিয়গ্রাহ্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিটু-আন্দোলন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ