Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিভি চ্যানেলের সঙ্গে সালমানের হাজার কোটি রুপির চুক্তি

প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বলিউডে সুপারস্টার সালমান খান তার চলচ্চিত্রের প্রচার সত্ত¡ নিয়ে একটি শীর্ষ টিভি চ্যানেলের সঙ্গে ১০০০ কোটি রুপির এক চুক্তি স্বাক্ষর করেছেন বলে জানা গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অজয় দেবগন একই চ্যানেলের সঙ্গে তার ১০টি ফিল্মের জন্য ৪০০ কোটি রুপির চুক্তি করেছিলেন। ‘বডিগার্ড’ থেকে শুরু করে একই সংখ্যক ফিল্মের জন্য সালমানের সঙ্গে চুক্তির অর্থমান ছিল ৫০০ কোটি রুপি; প্রতিটি ফিল্মের জন্য সালমানের প্রাপ্তি ছিল ৫০ কোটি রুপি করে।
বরুণ ধাওয়ান সম্প্রতি একটি চ্যানেলের সঙ্গে তার ১০টি চলচ্চিত্রের জন্য ৩০০ কোটি রুপির চুক্তি করেছেন। সালমানের ‘বজরঙ্গি ভাইজান’ এবং ‘প্রেম রতন ধন পায়ো’ বিপুল বাণিজ্যিক সাফল্য পেয়েছে বলে চ্যানেলটি তার চলচ্চিত্রের প্রচার সত্ত¡ এবং চ্যানেলের রিয়েলিটি শো আর ক্রীড়াভিত্তিক অনুষ্ঠানে তার অংশগ্রহণের জন্য চুক্তির অর্থ তিনগুণ করার সিদ্ধান্ত নেয়। এতে নতুন করে চুক্তি করা হয়।
এছাড়া, হৃতিক রোশন তার আগামী ছয়টি ফিল্ম নিয়ে চ্যানেলটির সঙ্গে ৫৫০ কোটি রুপির চুক্তি করেছেন বলে জানা গেছে। বরুণ ধাওয়ানের চুক্তি থেকে তার ‘জড়োয়া টু’ ফিল্মটি বাদ রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিভি চ্যানেলের সঙ্গে সালমানের হাজার কোটি রুপির চুক্তি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ