বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেশের করোনা পরিস্থিতি মোকাবেলায় সীমিত আকারে চালু থাকা পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি সার্ভিস আজ রবিবার পুরোপুরি বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র লাশবাহী গাড়ি ও জরুরি রোগীবহনকারী এম্বুলেন্স ব্যাতীত অন্য কোন যানবাহন পারাপার বন্ধ করে দেয়া হয়েছে।
বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, করোনা ভাইরাস প্রতিরোধে ও সার্বিক পরিস্থিতি মোকাবেলায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, এর আগে শুধু মাত্র ৫টি ফেরি দিয়ে এ রুটে সীমিত আকারে ফেরি সার্ভিস চালু রাখা হয়েছিল। জরুরী মালবাহী যানবাহন পারাপার করা হচ্ছিল। কিন্তু গত শুক্র ও শনিবার সামাজিক দুরত্ব না মেনে শত শত যাত্রী ফেরিতে পার হতে এলে পরিস্থিতি অবনতি ঘটে। যাত্রীদের চাপে জরুরি যানবাহনও পারাপার করা সম্ভব হয় নি। উদ্ভূত পরিস্থিতির কারণে ফেরি সার্ভিস পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, সকল প্রকার গণপরিবহন বন্ধ থাকলেও আরিচা ও পাটুরিয়া ঘাটের এক শ্রেণির স্বার্থনেষী অবৈধ মাটি ও বালু ব্যবসায়ী ট্রাকে বালু মাটি পরিবহন করে যাচ্ছে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে। গতকাল রবিবার সেনা-পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ গ্রহন করলে এই সব মাটিবাহি যানবাহন বন্ধ হয়। কিন্তু রাতের আধারে ঠিকই তারা বালু মাটি পরিবহন অব্যাহত রেখেছে। এলাকার অনেকেই অভিযোগ করেছে আবহাওয়ার পরিবর্তনজনিত এই সময়ে সর্দি-কাশির প্রাদুর্ভাব দেখা দেয়। শিবালয় উপজেলার গ্রামীণ রাস্তায় এইসব বালু-মাটির ট্রাক দাপিয়ে চলাচলের কারণে ধূলি-ধূসর রাস্তা ও রাস্তার পাশ্ববর্তী এলাকার মানুষজন সর্দি-কাশিসহ নানা উপসর্গে আক্রান্ত হচ্ছে। এতে, করোনা ভাইরাস আতঙ্ক আরো বেড়ে যাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।