রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
নারায়নগঞ্জের রূপগঞ্জে পারিবারিক বিষয়াদিকে কেন্দ্র করে সৎ ছেলেরা সৎ মা ও ভাইকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাউলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মা সাবিনা আক্তার জানান, ১৫ বছর আগে ওয়ারী থানার দয়াগঞ্জ এলাকার মৃত আবিদ উল্লাহর ছেলে হিরা মিয়ার সাথে সাাবিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়। বিয়ের পর সাবিনা আক্তার জানতে পারে স্বামী হীরা মিয়া আগে বিয়ে করেছে এবং তার প্রথম স্ত্রী মারা গেছে। হীরা মিয়ার প্রথম স্ত্রীর ঘরে দুই ছেলে ও তিনটি মেয়ে রয়েছে। সৎ ছেলে মেয়েদের নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকতো। এজন্যই সাবিনা আক্তার ছেলেকে নিয়ে রূপগঞ্জ উপজেলার হাউলিপাড়া এলাকার দুলালের বাড়িতে ভাড়া থাকতো। গত বৃহস্পতিবার দুপুরে তার স্বামী হীরা ও সৎ ছেলে জয়, রকি মিলে সাবিনা আক্তারের ভাড়া বাড়িতে এসে তাকে এলোপাতারিভাবে পিটিয়ে আহত করে। প্রতিবাদ করায় ছেলে বিজয়কেও পিটিয়ে আহত করে। ডাক চিৎকার শুনিয়া প্রতিবেশীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।