Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চরভদ্রাসনে হাত বাড়ালেই মিলছে মাদক

প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সম্প্রতি মাদকের দৌরাত্ম্য বেড়ে চলেছে। উপজেলার আনাচে-কানাচে বখাটে যুবকরা ভ্রাম্যমাণভাবে বিক্রি করে চলেছে ইয়াবা ট্যাবলেট। এতে উপজেলার বেশীরভাগ বিদেশ প্রবন পরিবার ও দুর্বৃত্ত বখাটেরা ইয়াবা ট্যাবলেটের নেশার জালে জড়িয়ে পড়ছে। আর এ ইয়াবা ব্যবসার অন্তরালে এলাকার প্রভাবশালী মহলের হাত রয়েছে বলেও অভিযোগ। এদিকে ইয়াবা ব্যবসায়ীদের উপর পুলিশের তৎপরতাও কমতি নেই। মাঝে-মধ্যেই পুলিশের হাতে গ্রেফতার হচ্ছে মাদক ব্যবসায়ীরা। গত ক’দিনে মাদক ব্যবসায়ী সোহরাব (৪৫), সাইদ (৩২), মিলন (৩০), আলম (২২)সহ আরো অনেকে পুলিশের হাতে গ্রেফতারের পর হাজতবাস হয়েছে। তারপরও দিন দিন নতুন ব্যসসায়ীরা বেড় হয়ে আসছে গ্রাম গঞ্জের নিভৃত পল্লী থেকে। খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি, উপজেলায় ইয়াবার ব্যবসায় ছেয়ে গেছে। উপজেলার বিভিন্ন স্পটে আড্ডা হচ্ছে মাদকের। তবে স্পটগুলো পুলিশের নজরে পড়ামাত্রই ব্যবসায়ীরা নিরাপত্তার স্বার্থে স্থান পরিবর্তন করে চলেছে। মাদক বিক্রির স্পটগুলো হলো- উপজেলা সদর ইউনিয়নের হেলিপ্যাড ঘেষে নতুন ইউপি ভবন, একটেল টাওয়ার এলাকা, স্বাস্থ্য কমপ্লেক্স ঘেষে স্লোটার হাউছ এলাকা, পাইলট হাই স্কুলের মাঠ ঘেষে মুচি বাড়ী চত্বর, হাই স্কুল রোডের ঝালাইকার পট্টি, দর্জি পট্টি, মৌলভীরচর হাট, জাকেরের সুরা বাজার, আমিরের ব্রীজ বাজার, জেলখানা চত্বর, মাথাভাঙ্গা পদ্মার পাড় এলাকা, গাজীরটেক ইউনিয়নের চর হাজীগঞ্জ বাজারের পদ্মার পাড় এালাকা, গোলাপবাগ বালিকা উচ্চ বিদ্যালয়, বেপারী বাড়ী চার রাস্তার মোড়, নতুন দোকানের তিন রাস্তার মোড়, ছাহের মোল্যার বাজার মোড়, ঢালার পাড়, চরসুলতানপুর, গাজীরটেক মোড়, চরসর্বান্দিয়া মোড় নামক এলাকায় সন্ধার পর থেকে চলছে ইয়াবা বিক্রর ধুম। স্থানীয় সূত্রগুলো জানান, ফরিদপুর জেলার হাট গজারিয়া এলকা থেকে রাশেদ ও রাসেলের মাধ্যমে প্রতি রাতেই উপজেলায় ইয়াবা ট্যাবলেট ঢুকছে। হাতগুলো ঘুরে এসে রোমেল, আরিফ, শওকত আলমাস ও রাজু এদের মাধ্যমে এবং সদরপুর উপজেলার নলেরটেক গ্রামের বাদশা কাজী এর মাধ্যমে অত্র এলাকায় ছড়িয়ে পড়ছে ইয়াবা ট্যাবলেট। এছাড়া কবির বেপারী লাবলু, চম্পা বেগম, মিন্টু, আবুল, ফরহাদ, সোহরাব, আনু, দেলোয়ার ও জাহিদ সহ অনেকেই গোপনে ইয়াবা ব্যবসার সাথে জড়িয়ে পড়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছেন। চরসুলতানপুর ছবদার মাতুব্বরের ডাঙ্গী গ্রামের কুটি মিয়ার পুত্র বাজু ফরিদপুর জেলার হাট গজারিয়া এলাকা থেকে ইয়াবার চালান এনে এলাকায় প্রতি পিছ ১৫০ টাকা করে বিক্রি করে চলেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চরভদ্রাসনে হাত বাড়ালেই মিলছে মাদক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ