Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঈশ্বরগঞ্জ হিসাবরক্ষণ অফিসে তালা হতাশ হয়ে বাড়ি ফিরে গেছেন পেনশনাররা

ঈশ্বররগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২০, ২:২৫ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় দুপুর পর্যন্ত তালাবদ্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে পেনশনাররা। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় শতাধিক পেনশনার পেনশন না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে গেছেন। অনেকেই গত বুধ ও বৃহস্পতিবার পেনশন নিতে আসলেও পেনশন না দিয়ে হিসাবরক্ষণ কর্মকর্তা রবিবার দিন আসতে বলেন। কথামত রবিবার দিন পেনশনাররা আসলেও অফিস তালাবদ্ধ দেখতে পান। পেনশন নিতে আসা মোয়াজ্জেম হোমেন (৮৩) বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে যানবাহন সীমিত থাকায় অনেক কষ্টকরে দুইশত টাকা ভাড়া দিয়ে নান্দাইল থেকে এসে দেখি অফিস তালাবদ্ধ। জাহানার বেগম (৬৫) বলেন, উপজেলার এক প্রান্ত দত্তগ্রাম থেকে পেনশন নিতে এসেছি। আজকে টাকা না পেলে সংসার চালানো কঠিন হবে। করোনা পরিস্থিতিতে উপজেলায় কর্মরত কর্মকর্তাদের কর্মস্থলে থাকার নির্দেশনা থাকলেও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ময়মনসিংহ সদরে অবস্থান করছেন। কর্মস্থলে না থাকার বিষয়ে জানতে চাইলে উপজেলা হিসারক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী জানান, রাস্তায় পুলিশি বাধার কারনে যথা সময় অফিসে আসতে পারিনি। আসার পর কয়েকজন কে অফিসের সামনে পেয়েছি। যেহেতু আমি যথা সময়ে আসতে পারিনি তাই আমার লোক পাঠিয়ে বই সংগ্রহ করে আগামী দিনে পেনশন দেয়ার ব্যবস্থা করবো। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন, দেশের এমন পরিস্থিতিতে সকল কর্মকর্তাই স্টেশনে থাকার কথা। হিসারক্ষণ কর্মকর্তা স্টেশনে না থাকা এবং পেনশনারদের দুর্ভোগ লাঘবের বিষয়টি তিনি দেখবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ