রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকার বিরোধী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে দুই মাদ্রাসাছাত্রকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ও বাঁশবাড়িয়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলো টুঙ্গিপাড়া উপজেলার উত্তর বাঁশবাড়িয়া গ্রামের মো. আলী মিয়া শেখের ছেলে মো. কদর শেখ (১৮), একই গ্রামের দাউদ আলী শেখের ছেলে মো. বায়েজিদ শেখ (২০)। কদর কোটালীপাড়া উপজেলার কুরপালা কওমি মাদ্রাসার না’ বিবি বিভাগের ও বায়েজিদ টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া কওমি মাদ্রাসার জালালিয়াত বিভাগের ছাত্র। স্থানীয়রা জানিয়েছেন, গত বুধবার টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার খোকন তালুকদার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনার বিচার পরিচালনা করেন। এ বিচারের তিনি অভিযুক্তদের ১ লাখ টাকা জরিমানা করেন। সালিশের ভিডিও চিত্র ২ মাদ্রাসা ছাত্র তাদের মোবাইল ফোনে ধারণ করে। মেম্বারের লোকজন মাদ্রসা ছাত্রদের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়। মোবাইলে জিহাদী গান, প্রধানমন্ত্রীসহ সরকারে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যাঙ্গচিত্র রয়েছে বলে তারা দেখতে পান। উদ্ধারকৃত মেমোরি গত বৃহস্পতিবার টুঙ্গিপাড়া থানার ওসিকে দেখানো ও শোনানোর পরই পুলিশ ওই দুই মাদ্রাসা ছাত্রকে আটক করে। টুঙ্গিপাড়া থানার ওসি মো. মাহমুদুল হক জানিয়েছেন, আটককৃতরা সরকারবিরোধী বিভিন্ন কর্মকা-ের সঙ্গে জড়িত। এমন গোপান সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই দুই মাদ্রাসা ছাত্রকে আটক করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।