বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে জনসমাগম ও গণপরিবহন বন্ধ থাকায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের সীমিত আকারে চলা ফেরিও বন্ধ ঘোষণা করেছে ঘাট কর্তৃপক্ষ। তবে জরুরী ভিত্তেতে রোগীবহনকৃত অ্যাম্বুলেন্স পার করানোর জন্য দুই ঘাটে দুটি ফেরি রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।
রোববার (৫ এপ্রিল) সকাল ৬টা থেকে সীমিত আকারে চলাচল করা ফেরিগুলোও বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের শাখা ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি বলেন, এই নৌরুটে গত কয়েক দিন ধরে সীমিত আকারে ৪-৫টি ফেরি চলাচল করছিল। কিন্তু শনিবারে (৪ এপ্রিল) ঘাটে চরম জনসমাগম ঘটায় রোববার সকাল ৬টা থেকে সীমিত আকারে চলা ফেরিও বন্ধ ঘোষণা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।