Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার’

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ৭:৪৩ পিএম

ক্রিকেটার পরিচয় ছাড়াও সংসদীদ এলাকা নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি মুর্তজা। করোনাভাইরাসে সকল কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ায় ইতোমধ্যে গরীব, দুস্থ ও খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়িয়েছেন তিনি। এবার এ ভাইরাস ছাড়াও অন্যান্য রোগে আক্রান্ত সাধারণ রোগীদের ভোগান্তি কমাতে ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্যসেবা চালু করছেন সাবেক এ টাইগার অধিনায়ক। ‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার’ এই স্লোগানকে সামনে রেখে নড়াইল-২ আসনে চালু করা হচ্ছে ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্যসেবা।

আগামীকাল (রোববার) থেকে নড়াইল ও লোহাগড়া উপজেলায় ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্যসেবা চালু হবে। ভিডিও বার্তায় একথা জানিয়েছেন মাশরাফি, ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন রোববার থেকে খাদ্যদ্রব্য সরবরাহের পাশাপাশি করোনায় আক্রান্ত ছাড়াও অন্যান্য রোগে যারা ভুগছেন, তারা যেন সঠিক চিকিৎসা পান এ জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।’

তিনি আরও বলেন, ‘আশা করি আপনারা ধৈর্য্য ধারণ করবেন এবং ভ্রাম্যমাণ টিমের দুটি মোবাইল নম্বরে যোগাযোগ করবেন। এ মুহূর্তে নড়াইলের সন্তান ডা. দ্বীপ বিশ্বাস এবং তার সহধর্মীনী ডা. স্বপ্না রানী সরকার চিকিৎসা দেবেন।’

সকলকে ঘরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা সকলে ঘরে থাকবেন. ধৈর্য্য ধারণ করবেন। সামাজিক দূরত্ব বজায় রেখে আপনারা চিকিৎসা নেবেন। আমাদের এ ক্ষুদ্র প্রয়াস আশা করছি আপনাদের সহযোগিতা করবে। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সকল সদস্যকে ধন্যবাদ।’

এর আগে নিজ উদ্যোগে ১২শ’ পরিবারের মাঝে খাদ্যসাসগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এছাড়া প্রায় ৫০০ পিপিই-এর ব্যবস্থা করেন তিনি।



 

Show all comments
  • **হতদরিদ্র দিনমজূর কহে** ৪ এপ্রিল, ২০২০, ৮:০৯ পিএম says : 0
    হাসপাতালে ঘোরাঘুরি করে অবশেষে মূর্ত এমন খবর দেখেছি।এখন দেখছি রুগীর কাছেই ডাক্তের।আশার আলো বটে।আপনি এই প্রথম এম পি।আমাদের এলাকার এম পি একবার নয় সাতবার কিন্তু দুঃখজনক তার নামটি পর্যন্ত দেখছিনা।একেই বলে ভাগ্য।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ