রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কক্সবাজার অফিস
কক্সবাজার সদরের ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনসুর আলম ওরফে বলি মনসরের ছেলে জাহিদ হোসেন জিকুর (২৯) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। মনসুর আলম স্থানীয় আওয়ামী লীগের নেতা এবং সাবেক চেয়ারম্যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গতকাল শুক্রবার সকালে ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে ডিবি পরিচয়ে জিকুকে তার সিকদার পাড়াস্থ শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। আর শুক্রবার সকালে তার লাশ পাওয়া যায়। পুলিশের ভাষ্য মতে, ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা এলাকায় পথচারীরা একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। উদ্ধারের পর স্থানীয়রা সাবেক চেয়ারম্যান মনসুরের ছেলে বলে শনাক্ত করে। কক্সবাজার মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, কে বা কারা তাকে মেরেছে এখনও নিশ্চিত হয়ে কিছু বলা যচ্ছে না। হয়তো তার বাহিনীর কোন্দলে জিকু গুলিবিদ্ধ হয়ে থাকতে পারেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।