Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে ত্রাণ বিতরণে ইউএনও কে সহায়তায় কর্মস্থলে নেই কোন কর্মকর্তা

ধামরাই(ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ৫:৩৯ পিএম | আপডেট : ৫:৪৯ পিএম, ৪ এপ্রিল, ২০২০

ঢাকার ধামরাইয়ে উপজেলা নির্বাহী অফিসারকে বর্তমান সময়ে সরকারি ত্রাণ বিতরণে একটু সহায়তা করবে এমন কোন দপ্তরের কর্মকর্তাকে কর্মস্থলে খুজে পাওয়া যায়নি। সহকারি কমিশনার(ভূমি), থানা পুলিশের কর্মকর্তসহ সকল সদস্য ও স্বাস্থ্য বিভাগের কর্মকমর্তা কর্মচারী ছাড়া কেউ’ই নেই কর্মস্থলে। কর্মকর্তারা কর্মস্থলে না থাকায় দিনমজুর ও অসহায় দরিদ্রদের তালিকা প্রস্তুতসহ ত্রাণ বিতরণের হিমশিম খেতে হচ্ছে উপজেলা নির্বাহী অফিসারকে।
নানা অজুহাতে উপজেলা সমাজ সেবা, প্রকল্প বাস্তবায়ন, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা , খাদ্য পরিদর্শক কৃষি, জনস্বাস্থ্য প্রকৌশলী, সমবায়, এলজিইডি প্রকৌশলী, শিক্ষা, মহিলা বিষয়ক কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারাও রয়েছে ধামরাই উপজেলার বাইরে বিশেষ করে ঢাকায়। এরমধ্যে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন যেহেতু গণপরিবহন চলে না কিভাবে কর্মস্থলে আসবো। গাড়ী চললে আসবো।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল জানিয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগ মাঠ প্রশাসন সংস্থাপন অধিশাখার মোহাম্মদ আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত ২২ মার্চ প্রজ্ঞাপনে বলা হয়েছে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও এর প্রার্দুভাবজনিত যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সহযোগীতা প্রদানের লক্ষে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিভাগ/জেলা/ উপজেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণের সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিতি নিশ্চিতকরণের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করেছেন।
এ চিঠি অনুযায়ী কর্মস্থলে উপস্থিত থাকার জন্য সকল দপ্তরের কর্মকর্তাদের চিঠি দিয়েছি । কিন্তু এই সময়ে শুধুমাত্র সহকারি কমিশনার(ভূমি), থানা পুলিশের কর্মকর্তাসহ সকল সদস্য ও স্বাস্থ্য বিভাগের কর্মকমর্তা কর্মচারী রয়েছে কর্মস্থলে।
অথচ উপজেলা পরিষদের চত্বরে স্থাপিত ডরমেটরি, জেলা পরিষদের ডাকবাংলো খালি পড়ে রয়েছে। এখানে থাকার ব্যবস্থা থাকলেও কেউ কর্মস্থলে থাকছেন না।
কিন্তু এর ব্যতিক্রমী চিত্র চোখে পড়ে উপজেলা নির্বাহী অফিসার সামিউল হকের ক্ষেত্রে। তিনি সরকারি ত্রাণ অসহায়,দুস্থ মানুষদের মাঝে বিলি করা জন্য স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ডানাসহ ছাত্রলীগের সদস্যদের সহায়তা নিয়ে চাল ,ডাল প্যাকেট করছেন। রাতে তিনি নিজ উদ্যোগে অসহায়দের বাড়ি বাড়ি ত্রাণ পৌছানোর ব্যবস্থা করছেন। তিনি আরো বলেন, যদি অন্যান্য দপ্তরের কর্মকর্তারা দেশের এ ক্লান্তিলগ্নে কোন প্রকার সহযোগীতা করতো তাহলে খুব উপকার হতো।



 

Show all comments
  • মোহাম্মদ ইমরান হোসেন ৪ এপ্রিল, ২০২০, ৮:০৭ পিএম says : 0
    সত্যি দুঃখজনক বাস্তবতা। প্রজাতন্ত্রের দায়িত্বশীল পদে নিয়োজিত ব্যক্তিদের এমন দায়িত্বহীন আচরণ কাম্য নয়। আশা করি এসব ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে ইনশাল্লা।
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ ইমরান হোসেন ৪ এপ্রিল, ২০২০, ৮:০৭ পিএম says : 0
    সত্যি দুঃখজনক বাস্তবতা। প্রজাতন্ত্রের দায়িত্বশীল পদে নিয়োজিত ব্যক্তিদের এমন দায়িত্বহীন আচরণ কাম্য নয়। আশা করি এসব ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে ইনশাল্লা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউএনও


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ