Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০২৩ পর্যন্ত বায়ার্নের কোচ ফ্লিক

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ৫:২০ পিএম

গত বছরের জুলাইয়ে কোচ নিকো কোভাকের সহযোগি হিসেবে নিয়োগ পেয়েছিলেন হান্সি ফ্লিক। নভেম্বরে বুন্ডেসলিগার ম্যাচে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে ৫-১ গোলে হারের জেরে কোভাককে বরখাস্ত করা হলে বায়ার্ন মিউনিখের আপাতকালীন মূল কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। অন্তবর্তীকালীন কোচ হিসেবে সাফল্যের পরিচয় দেওয়ার পর এবার তাকে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিল বায়ার্ন। চুক্তি অনুযায়ী ক্লাবটিতে ২০২৩ পর্যন্ত থাকবেন সাবেক এই জার্মান ফুটবলার।

ফ্লিকের অধীনে দারুণ খেলছে বায়ার্ন। টানা অষ্টমবারের মতো বুন্ডেসলিগা জেতার পথে এগুচ্ছে দলটি। চার পয়েন্টের ব্যবধানে টেবিল শীর্ষে অবস্থান ক্লাবটির। ছন্দে আছে চ্যাম্পিয়নস লিগেও।

গতকাল (শুক্রবার) ফ্লিকের সঙ্গে চুক্তি করা শেষে ক্লাবের এক বিবৃতিতে ক্রীড়া বিষয়ক পরিচালক হাসান সালিহামিদজিচ বলেন, ‌আমরা কিভাবে দলের উন্নতি করতে চাই সেটা হানসি ও আমি জানি। আমরা বিশ্বাস করি, বর্তমান পরিস্থিতিতে হানসিই উপযুক্ত কোচ।'

হানসি ফ্লিকের অধীনে বায়ার্ন গত ২১টি ম্যাচের মধ্যে জিতেছে ১৮টি। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে চেলসির বিপক্ষে ৩-০ গোলের জয়টিও রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ