Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোপনে সাহায্যের হাত বাড়ালেন নেইমার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ৪:৫৭ পিএম

করোনাভাইরাসের জন্য যুদ্ধ ঘোষণা করে বিশাল অর্থ দান করলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। নেইমার নিজে তা প্রকাশ্যে আনতে চাননি। কিন্তু ব্রাজিলিয়ান স্ট্রাইকারের বিশাল দানের কথা সে দেশের একটি টিভি চ্যানেলে প্রকাশ করা হয়েছে। মোট ৭০ লক্ষ ৭৫ হাজার ইউরো।

বিশাল অর্থের একটি পরিমাণ দিয়েছেন ইউনিসেফকে। বাকিটা দিয়েছেন ব্রাজিল সরকারকে। করোনার জন্য আলাদা তহবিল করার উদ্দেশ্যে নিয়ে। গত সপ্তাহে নেইমার গোটা অর্থ দান করেছেন। কিন্তু পরিবারের লোকজন ছাড়া কেউই তা জানতেন না। নেইমার নিজেও তা বলেননি।

করোনার আতঙ্কে তিনি ফ্রান্স থেকে ব্রাজিলে চলে এসেছেন। কিন্তু নিজেকে কোয়ারান্টিন করেননি। বন্ধুদের সঙ্গে চুটিয়ে বিচ ফুটবল খেলেছেন। ‘সামাজিক দূরত্ব’ নীতিও মানেননি। তা নিয়ে দেশের মধ্যে কম সমালোচনা হয়নি।

কিন্তু বিশাল অর্থ দান করে নেইমার এখন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকেও চ্যালেঞ্জে ফেলে দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ