বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধার সুন্দরগঞ্জে ভাড়া বাসা থেকে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হাসানুর রহমান হাসানের(২৭) ক্ষত-বিক্ষত লাশ উদ্ধারের ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ৩ জনকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গ্লোব ফার্মাসিটিক্যালসের বিক্রয় প্রতিনিধি হাসান সুন্দরগঞ্জ পৌর সভার ৩ নং ওয়ার্ডের হাসপাতাল মোড়ের মহসিন মেকারের বাসায় ভাড়া থাকতো। প্রতিদিনের ন্যায় ২৮ মার্চ রাতে হাসান ঘুমিয়ে পড়ে। পরদিন ২৯ মার্চ দুপুর পর্যন্ত ওই যুবক ঘরের দরজা-জানালা না খোলায় প্রতিবেশিদের সন্দেহ হয়। পরে স্থানীয়রা ওই যুবককে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবক হাসানের ক্ষত-বিক্ষত মরদেহের আলামত সংগ্রহ করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এরপর বাসার মালিক ও তার ছেলেসহ ৭ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে। নিহত হাসান কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পূর্বফুলমতি গ্রামের নাজির হোসেনের ছেলে। এ ঘটনায় হাসানের পিতা নাজির হোসেন থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক ৭ জনের মধ্যে ৩ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশ। বিজ্ঞ বিচারক শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের আসামীরা হলেন বাসার মালিকের ছেলে পৌর ছাত্রলীগের আহবায়ক মাইদুল ইসলাম,মাইদুলের বড় ভাই আঃ রাজ্জাক ও ওই বাসার অপর ভাড়াটিয়া আব্দুল্লাহ-আল মামুন। পুলিশ জানায়, মামুন রংপুরের কাউনিয়া উপজেলার হরিশর গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে। সেও একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক(তদন্ত)তাজুল ইসলাম জানান, গতকাল থেকে রিমান্ড শুরু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।