মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফ্রিকার দেশ কেনিয়ায় কোভিড-১৯ করোনা ভাইরাস মোকাবিলায় পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা অব্যাহত রয়েছে। দেশটির মানুষ করোনাকে যতটা না ভয় পাচ্ছেন, তার চেয়ে বেশি ভয় পাচ্ছেন পুলিশের বিধ্বংসী আচরণকে।
তারা করোনা নয়, পুলিশের নিষ্ঠুরতা থেকে বেঁচে থাকতে চেষ্টা করছেন বেশি। এ পর্যন্ত করোনার চেয়ে পুলিশের পিটুনিতেই বেশি মানুষ মারা গেছে কেনিয়াতে।
শনিবার (৪ এপ্রিল) পর্যন্ত কেনিয়াতে মহামারি করোনায় মারা গেছে চার জন। এদিকে গত ২ এপ্রিল পর্যন্ত পুলিশের পিটুনিতে প্রাণ হারিয়েছেন ৫ জন। এক সাংবাদিকও পুলিশের আক্রমণের শিকার হয়েছেন।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা কারফিউ ভেঙে কেউ বাড়ি ছেড়ে বের হতে সাহস পাচ্ছেন না। এদিকে উল্টো ঘটনাও ঘটেছে। পরিবারের সঙ্গে বারান্দায় বসে থাকা ১৩ বছরের এক কিশোর প্রাণ হারিয়েছেন পুলিশের গুলিতে।
সেই কিশোরের বাবা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যদি ঘরেও আমাদের নিরাপত্তা না থাকে তাহলে কোথায় থাকব? জানি, সন্তানকে আর ফিরে পাব না। কিন্তু দোষীরা যেন পার না পেয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।