মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, বিশ্বে করোনায় মৃত ৫৯ হাজার ১৬৪ জনের বেশি। বিশ্বে করোনা আক্রান্ত ১০ লক্ষ ৯৭ হাজার ৮১০ জন। আমেরিকার পরিস্থিতি ভয়াবহ! এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৭,০০০ ছাড়িয়েছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪৮০ জনের। ইতালিতে মৃত্যু ১৪ হাজার ছাড়াল, স্পেনে করোনায় মৃত ১১ হাজারের বেশি। ইরানে করোনায় মৃত ৩ হাজার ছাড়াল।
শুধু যুক্তরাষ্ট্রেই গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪৮০ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বিভাগ। এ পর্যন্ত করোনাভাইরাসে একদিনে মৃতের সংখ্যায় এটিই সর্বোচ্চ।
নেদারল্যান্ডসভিত্তিক বার্তা সংস্থা বিএনও নিউজের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১১ লাখ তিন হাজার ৭৯৫ জন। তাঁদের মধ্যে বর্তমানে আট লাখ ২৩ হাজার ২৮২ জন চিকিৎসাধীন এবং ৩৫ হাজার ৪২৪ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে দুই লাখ ২১ হাজার ৩৪৯ জন সুস্থ হয়ে উঠেছেন। গত বছরের ডিসেম্বরের চীনে সর্বপ্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২০৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
বাংলাদেশে নতুন আরো পাঁচজনসহ শুক্রবার পর্যন্ত দেশে মোট ৬১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ২৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ ছাড়া বাংলাদেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ছয়জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে সরকার।
ভারতেও করোনার ভয়াবহ পরিস্থিতি। মৃতের সংখ্যা বেড়ে ৬২। এক দিনে রেকর্ড সংখ্যক করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েছে দেশে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে ৪৭৮ জনের। এক দিনে এটাই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৫৪৭। মহারাষ্ট্রে করোনা আক্রান্ত ৩৩৫ জন, মৃত ১৬। গুজরাটে করোনায় আক্রান্ত ৯৫, মৃত ৮ তেলঙ্গনায় করোনায় আক্রান্ত ১৫৮, মৃত ৭ মধ্যপ্রদেশে করোনায় আক্রান্ত ১০৪, মৃত ৬ কেরলে আক্রান্ত ২৮৬ জন, মৃত ২।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।