বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালীতে হোমকোয়ারেন্টাইনে ১৯৮৪ জনের মধ্যে এখন ১৬২জন রয়েছে। এছাড়া সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩ জনের মধ্যে ১৪জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
নোয়াখালী জেলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, প্রবাসী অধ্যূষিত নোয়াখালীতে এপর্য্যন্ত করোনাভাইরাস সংক্রমিত কাউকে পাওয়া যায়নি। সন্দেহভাজন হিসেবে যাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাদের অধিকাংশকে ছাড়পত্র দেওয়ায় তারা বাড়ি ফিরে গেছে।
ইতিপূর্বে করোনা সন্দেহে সূবর্ণচর উপজেলায় এক সিএনজি চালককের বাড়িসহ দুইটি বাড়ি লাল পতাকা টাঙ্গানো হয়। কিন্তু সেখানে সংক্রমণ না পাওয়ায় লাল পতাকা সরিয়ে নেওয়া হয়েছে।
নোয়াখালীর সার্বিক পরিস্থিতি সন্তোষজনক হলেও লোকজনকে ঘর থেকে বের না হবার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রশাসনের উদ্যোগে এ বিষয়ে বার বার মাইকিং করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।