মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তত ১ হাজার ৭৫২ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। তাদের অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃত্যুর আশঙ্কাও তৈরি হয়েছে অনেকের।–রয়টার্স, নিউ ইয়র্ক পোস্ট
যুক্তরাষ্ট্রে বিশ্বের সবচেয়ে বেশি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে । এর আগে দেশটির সামরিক বাহিনীতে প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হয়ে এক সেনাসদস্য প্রাণ হারান।ধারণা করা হচ্ছে, সেখান থেকেই মার্কিন সেনাবাহিনীতে ছড়িয়ে পড়েছে করোনার সংক্রামণ।
যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী থিওডোর রুজভেল্টের নাবিকরা করোনা আক্রান্ত হয়েছেন বলে দাবি করেছিলেন জাহাজটির ক্যাপ্টেন। নাবিকদের করোনাভাইরাস থেকে বাঁচানোর অনুরোধ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়েকে চিঠি দিয়েছিলেন তিনি। বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখন ১০ লাখেরও বেশি মানুষ। এরমধ্যে প্রায় ২ লাখ ৭৭ হাজার ১৫৭ জন যুক্তরাষ্ট্রের। দেশটিতে গত ২৪ ঘন্টায় ৩২ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হন। এ পর্যন্ত দেশটিতে মৃত্যুর সংখ্যাও ৭ হাজার ছাড়িয়ে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।