প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আলি জাফর আব্বাস ‘মিস্টার ইন্ডিয়া’ বিষয়টি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন ঘোষণা দেবার পরই ফিল্মটির মূল নির্মাতারা জি স্টুডিওস এবং জাফরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবার হুমকি দিলে আপাতত তাদের পরিকল্পনা স্থগিত আছে।
‘মিস্টার ইন্ডিয়া’ রিমেক টিমের ঘনিষ্ঠ এক সূত্র বলেছে : “তারা ধারণা করতে পারেনি ‘মিস্টার ইন্ডিয়া’ নিয়ে চলচ্চিত্র নির্মাণের এই উদ্যোগ এতো ঝামেলার সৃষ্টি করবে। মূল ‘মিস্টার ইন্ডিয়া’ পরিচালক শেখর কাপুর জি স্টুডিওস এবং আলি জাফর আব্বাসের বিরুদ্ধে মামলা করার হুমকি দিলে তারা অন্য কাজে মন দেবার সিদ্ধান্ত নেন।”
জি স্টুডিওস এবং আলি জাফর আব্বাস এখন ক্যাটরিনা কাইফকে কেন্দ্রীয় ভূমিকায় রেখে একটি সুপারহিরো ফিল্ম নির্মাণ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
২০১১তে জাফর পরিচালিত ‘মেরে ব্রাদার কি দুলহান’ দিয়ে ক্যাটরিনার অভিষেক হবার পর থেকেই তারা বন্ধু। এরপর ক্যাটরিনা সালমান খানের বিপরীতে ‘টাইগার জিন্দা হ্যায়’ এবং ‘ ভারত’ ফিল্ম দুটিতে অভিনয় করেছেন।
সুপারহিরো চলচ্চিত্রটির স্টান্টে অংশ নেবার জন্য ক্যাটরিনা অচিরেই প্রশিক্ষণে অংশ নেয়া শুরু করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।