Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

করোনা বিয়ার উৎপাদন বন্ধ করছে মেক্সিকো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সময় বিয়ার উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মেক্সিকোর একটি কোম্পানি। কোভিড-১৯ এর প্রাদুর্ভাব রুখতে উত্তর আমেরিকার এ দেশটি যেসব বিধিনিষেধ আরোপ করেছে তার আওতায় গ্রুপো মডেলো কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম ‘অপ্রয়োজনীয়’ তালিকায় পড়েছে। এ কারণে বৃহস্পতিবার কোম্পানিটি তাদের করোনা বিয়ারের উৎপাদন সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গ্রুপো মডেলো বলেছে, তাদের ব্যবসায়িক কর্মকান্ড সরকার নির্ধারিত ‘অপ্রয়োজনীয়’ তালিকায় পড়ায় তারা করোনা বিয়ার ও অন্যান্য ব্র্যান্ডের উৎপাদন আপাতত বন্ধ রাখছে। মেক্সিকোর এ বিয়ার উৎপাদক কোম্পানির পণ্য বিশ্বের ১৮০টি দেশে রপ্তানি হয়। প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাওয়ার পর মেক্সিকো গত সপ্তাহে দেশজুড়ে স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা জারি ও অপ্রয়োজনীয় সব কর্মকান্ড বন্ধ রাখতে নির্দেশ দেয়। দেশটিতে শেষ খবর পাওয়া পর্যন্ত এক হাজার ৫১০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে; মৃতের সংখ্যা পৌঁছেছে ৫০-এ। মেক্সিকোতে গ্রুপ মডেলোর ১১টি বিয়ার উৎপাদন কারখানা আছে। কোম্পানিটি বলেছে, রোববার থেকে তাদের উৎপাদন স্থগিত থাকবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ