Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামের রাজারহাটে দোকানে সামাজিক দূরত্ব বজায় না রাখায় ভ্রাম্যমান আদালতের ৫০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২০, ৬:১৯ পিএম

কুড়িগ্রামের রাজারহাটে দোকানে ক্রেতাদের দূরত্ব বজায় না রাখায় ওষুধের দোকানে অভিযান চালিয়ে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।জানা গেছে, উপজেলার রাজারহাট বাজারের সোনালী ব্যাংক চত্বরে শিফা ওষুধের দোকানের মালিক সাইফুল ইসলাম (৪১) কে ক্রেতাদের দুরত্ব বজায় রাখতে বৃত্ত দেয়ার পরামর্শ দেন রাজারহাট ইউএনও ও সেনাবাহিনীর টহল দল। কিন্তু সে নির্দেশ অমান্য করায় বৃহস্পতিবার রাতে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট যোবায়ের হোসেন অভিযান পরিচালনা করে তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। শুক্রবার এ বিষয়টি রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার নিশ্চিত করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা

১৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ