Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৭০ শতাংশ বেতন কম নিবেন অ্যাতলেটিকোর খেলোয়াড়রাও

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২০, ৫:০৪ পিএম

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার পর এবার অ্যাতলেটিকো মাদ্রিদের পাশে দাঁড়িয়েছেন ফুটবলাররা। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটিকে আর্থিক সঙ্কট থেকে বাঁচাতে আপদকালে ৭০ শতাংশ বেতন কম নিবেন কোচ দিয়েগো সিমিওনের শিষ্যরা। ফুটবলাররা আসলে বেতন কম নিবেন ক্লাবের স্টাফদের কথা ভেবে। যাতে ক্লাবের ৪৩০ জন নন-প্লেয়িং স্টাফ তাদের বেতনটা ঠিক মতো পান এই মহাবিপর্যয়ের দিনেও।

এর আগে কাতালান জায়ান্ট বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও তার সতীর্থরা ৭০ শতাংশ বেতন কম নেওয়ার কথা জানিয়েছেন। ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার সতীর্থরা চলতি মার্চ, এপ্রিল, মে এবং জুন-এই চার মাসের পুরো বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ডের ফুটবলাররা বেতন কম নিবেন ২০ শতাংশ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ