Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেলজিয়ান লিগ শেষ, চ্যাম্পিয়ন ক্লাব ব্রুজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২০, ৪:৩০ পিএম

মারণ ভাইরাসের ধাক্কায় থমকে বিশ্বের প্রায় সমস্ত ফুটবল লিগ। অসমাপ্ত লিগ কবে শেষ হবে তার উত্তর জানা নেই কারো! অনিশ্চিত ভবিষ্যতের মধ্যেই বেলজিয়ান লিগে ইতি টানার সিদ্ধান্ত নিল লিগ কর্তৃপক্ষ। ১৫ এপ্রিল জেনারেল অ্যাসেম্বলিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রে ক্লাব ব্রুজকে চ্যাম্পিয়ন ঘোষণা করে দেওয়া হবে। কেননা শেষ লিগ তালিকা অনুযায়ী দ্বিতীয় স্থানে থাকা দলটি থেকে ১৫ পয়েন্টে এগিয়ে ছিল বেলজিয়ামের এই দলটি। বাকি ছিল আর একটি ম্যাচ। ইউরোপের মধ্যে বেলজিয়ামের লিগই সর্বপ্রথম ইতি টানার সিদ্ধান্ত নিল।

৮ মার্চের পর বেলজিয়াম লিগে আর কোনও খেলা হয়নি। আর পাঁচটা ইউরোপীয় দেশের মতোই মারণ ভাইরাস থাবা বসিয়েছে বেলজিয়ামে। পরিস্থিতি স্বাভাবিক কবে হবে জানা নেই কারোর। মনে করা হচ্ছে ৩০ জুনের আগে লিগ শুধু করার কোনও সম্ভাবনাই নেই। এই পরিস্থিতিতে লিগে ইতি টানার প্রস্তাব দেওয়া হল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ