Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

কক্সবাজার মেডিকেল কলেজে করোনা টেস্ট শুরু, দুই দিনে পজেটিভ পাওয়া যায়নি

কক্সবাজার থেকে বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২০, ৯:৫৭ এএম

কক্সবাজার মেডিকেল কলেজের করোনা টেস্ট ল্যাবে গত ৩১ মার্চ ও ২ এপ্রিল পর্যন্ত টেস্টের জন্য জমা করা কোন স্যাম্পলের রিপোর্টেই করোনা ভাইরাস জীবাণু ধরা পড়েনি বলে জানা গেছে ।

উর্ধ্বতন কর্তৃপক্ষের বিধিনিষেধ থাকায় কতজনের করোনা ভাইরাস স্যাম্পল টেস্ট করা হয়েছে তা বলা যাচ্ছেনা। টেস্টের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআর ছাড়া অন্য কেউ প্রকাশ করার এখতিয়ার নেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কক্সবাজার মেডিকেল কলেজে করোনা জীবাণু টেস্টের বিভিন্ন সংখ্যা প্রচারের বিষয়ে জানতে চাইলে সুত্রটি বলেন, এটা সঠিক নয়। যথাযথ কর্তৃপক্ষের রেফারেন্স ছাড়া কেউ মনগড়া সংখ্যা প্রচার করলে এই সংকটে মানুষ আরো বিভ্রান্ত হবেন বলে উল্লেখ করে মেডিকেলের ওই সুত্রটি এ ধরনের ভিত্তিহীন প্রচার থেকে বিরত থাকতে সবার প্রতি অনুরোধ জানান।



 

Show all comments
  • Shahin ৩ এপ্রিল, ২০২০, ১০:৫৯ এএম says : 0
    কতজন টেস্ট করছে বলা যাবেনা কেন?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ