Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালবৈশাখী ঝড়ে নিহত এক

স্টাফ রিপোর্টার, নরসিংদী : | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২০, ১২:০২ এএম

নরসিংদীতে কালবৈশাখী ঝড়ে বাড়ির দেয়াল ধসে পড়ে ইয়াছমিন (১৪) নামে এক বালিকা নিহত হয়েছে এবং তার দুই বোন রত্না (১৬) ও হাসি (১০) গুরুতর আহত হয়েছে। নিহত ইয়াছমিন নরসিংদী শহরের বানিয়াছল এলাকার (বালুরচর) ইয়াছিন নামে এক চা বিক্রেতার মেয়ে। গতকাল বিকেল পাঁচটায় তারা ঘরে বসে বিশ্রাম নিতে ছিল। এমন সময় হঠাৎ করে কালবৈশাখী ঝড়ে বাড়ির দেয়াল ধসে তাদের ওপরে পড়ে।

এছাড়া কালবৈশাখীর ঝড়ে নরসিংদী শহরের বেশ কিছু কাঁচা আধাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয় এবং বহু গাছপালা ভেঙে রাস্তায় পড়ে যায়। শহরতলীর বীরপুর, হাজীপুর, বানিয়াছল, তরোয়া, ভেলানগর, বাসাইল, বাগদি, চৌয়ালা, শালিধা এবং ব্রাহ্মন্দী এলাকায় বহু ক্ষয়ক্ষতি হয়েছে। নরসিংদী রেলস্টেশন রোডে টেলিফোন এক্সচেঞ্জের সামনে একটি গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কালবৈশাখী-ঝড়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ