Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছেলেকে দেখতে গিয়ে জরিমানা গুণলেন বোয়াটেং

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২০, ৫:৫৮ পিএম

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময়ে অনুমতি না নিয়ে শহর ছাড়ার অপরাধে ডিফেন্ডার জেরোমে বোয়াটেংকে খেলোয়াড়কে জরিমানা করেছে বায়ার্ন মিউনিখ। তার আগে ছেলের অসুস্থতার খবর শুনে ক্লাবকে না জানিয়েই হোম কোয়ারেন্টাইন ভেঙে গাড়ি নিয়ে ছুটে যান এ ডিফেন্ডার।

বোয়াটেংয়ের অপরাধ লকডাউনের সময়ে বিনা অনুমতিতে মিউনিখ থেকে আরেক শহরে যাওয়া, যেখানে একটি হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিচ্ছে তার ছেলে।

বায়ার্নের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্লাবের নির্দেশনা ভেঙে বোয়াটেং নিজ বাড়ি থেকে অনেক দূরে গিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগের পরামর্শে সরকার মানুষের চলাচলে যেসব বিধিনিষেধ আরোপ করেছে সে প্রেক্ষিতেই বায়ার্নের খেলোয়াড়দের জন্য নির্দেশাবলী জারি করা হয়েছে।’

তা না মানার কারণে ৩১ বছর বয়সী বোয়াটেংকে ঠিক কী পরিমান অর্থ জরিমানা করা হয়েছে তা সুনির্দিষ্ট করে জানায়নি বায়ার্ন। তবে জরিমানার এই অর্থ স্থানীয় হাসপাতালগুলোতে প্রদান করা হবে জানানো হয়েছে।

এ ব্যাপারে বোয়াটেং সংবাদপত্র বিল্ডকে বলেন, ‘আমি জানি আমার এই যাওয়া নিয়ে ক্লাবকে না জানিয়ে নিশ্চিতভাবে ভুল করেছি। কিন্তু ওই সময়টায় আমি কেবল আমার ছেলের কথাই ভেবেছিলাম। তার শরীর ভালো ছিল না। অসুস্থ অবস্থায় ছেলে বাবাকে ডাকছে যাই হোক না কেন, সেক্ষেত্রে আমি যাবই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ