Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সমালোচকদের কড়া জবাব দিলেন যুবরাজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২০, ৫:৫২ পিএম | আপডেট : ৫:৫৩ পিএম, ২ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির গোটা বিশ্ব। এই সংকটকালে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদির সহায়তার ডাকে সাড়া দিয়ে ভারতীয়দের কড়া সমালোচনার মধ্যে পড়েন যুবরাজ সিং। এবার এসব সমালোচনার জবাব নিয়ে হাজির হয়েছেন ভারতের সাবেক এই তারকা।

নানা সামাজকল্যাণমূলক কাজে আগে থেকেই যুক্ত আফ্রিদি। করোনাভাইরাসের কারণে চলমান পরিস্থিতিতেও সহায়তার হাত বাড়িয়েছেন তিনি। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছিলেন যুবরাজ, ‘আমরা সকলেই খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময়েই যারা ততটা ভাগ্যবান নয় তাদের পাশে দাঁড়াতে হবে। করোনা মোকাবিলায় আমি শহিদ আফ্রিদি ফাউন্ডেশনকে সমর্থন করছি।’

টুইটের শেষে সাবেক সতীর্থ ও বন্ধু হরভজন সিংহের নামও যোগ করে দেন যুবরাজ। তাদেরকে পাশে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আফ্রিদি। কিন্তু এরপর থেকেই ভারতে শুরু হয় যুবরাজ-হরভজনদের সমালোচনা। তাদেরকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ত্রাণ তহবিলে আগে দান করতে বলেন অনেকে। নিজ দেশের জন্য এগিয়ে না আসায় যুবরাজকে সমালোচনায় তুলাধুনা করতে থাকেন তারা।

এরপরই সমালোচনার জবাব নিয়ে হাজির হন ২০১১ সালে ঘরের মাঠে ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ। নিজের অবস্থান করে ফের টুইট করেন ক্যানসারজয়ী এই ক্রিকেটার, ‘আমি সত্যিই বুঝতে পারছি না কীভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানোর এক বার্তাকে এভাবে ফুলিয়ে ফাঁপিয়ে অন্যদিকে নিয়ে যাওয়া হলো। এই বার্তার মাধ্যমে আমি যা বোঝাতে চেয়েছি, তা হলো আমরা সবাই যেন নিজ নিজ দেশের মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে সাহায্য করি। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অনুভূতিকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। আমি একজন ভারতীয় এবং সব সময় তাই থাকব। একই সঙ্গে আমি সব সময় মানবতার পক্ষেই থাকব। জয় হিন্দ!’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ