মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রার্থী নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের ভোটাভুটিতে প্রথম ধাপেই হোঁচট খেলো মুসলিম বিদ্বেষী উগ্রপন্থী ডোনাল্ড ট্রাম্প। আইওয়া অঙ্গরাজ্যের ককাসে রিপাবলিকান প্রার্থী ট্রেড ক্রুজের কাছে পরাজিত হয়েছেন ট্রাম্প। অপরদিকে ডেমোক্রেট দলের ভোট গণনা এখনও চলছে। তবে ডেমোক্রেট দলে ৮৫ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন হিলারি ক্লিনটন। তিনি টেক্সাসের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। আলোচিত রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প শুরুতে বেশ এগিয়ে রয়েছেন মনে হলেও, ভোটের দৌড়ে পিছিয়ে পড়েছেন। ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও রয়েছেন তৃতীয় অবস্থানে। আইওয়াতে বরাবরের মতোই দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাইয়ে ভোটাভুটিতে অংশ নিচ্ছেন ডেমোক্রেট ও রিপাবলিকান দলীয় সমর্থকরা। আগামী কয়েক মাস পুরো যুক্তরাষ্ট্রে এ ধরনের ভোটাভুটি চলবে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে। আইওয়ায় ডেমোক্রেটিক দলে হিলারি ক্লিনটনের সাথে বার্নি স্যান্ডার্সের তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। এর আগে জুলাইয়ে উভয় দলের জাতীয় কনভেনশনে দলীয় প্রার্থিতা চূড়ান্ত করা হবে। খবরে বলা হয়, চলতি বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রে ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে ২০১৫ সাল থেকেই সম্ভাব্য প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরু করে আসছেন। প্রার্থী নির্বাচনের প্রক্রিয়ায় সর্বপ্রথমেই রয়েছে আইওয়া অঙ্গরাজ্য। এ রাজ্যে এরই মধ্যে প্রক্রিয়াটির সূচনা ঘটেছে। পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্রের সবক’টি অঙ্গরাজ্যেই প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। তবে যুক্তরাষ্ট্রের মিডিয়াগুলোর প্রাথমিক ভবিষ্যদ্বাণী বলছে, শেষ পর্যন্ত ডেমোক্রেট দলের হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন দেশটির সাবেক ফার্স্ট লেডি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনই।
এর আগে খবরে বলা হয়, প্রেসিডেন্ট নির্বাচনে বরাবরের মতোই দেশটির আইওয়া অঙ্গরাজ্যে দলের প্রার্থী বাছাইয়ে ভোটাভুটিতে অংশ নেন ডেমোক্রেট ও রিপাবলিকান দলীয় সমর্থকরা। এজন্যে তারা স্কুল, চার্চ এমনকি বন্দুকের দোকানগুলোতে সমবেত হয়েছেন। আগামী কয়েক মাস পুরো মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে এ ধরনের ভোটাভুটি চলবে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে। আইওয়ায় ডেমোক্রেটিক দলে হিলারি ক্লিনটনের সাথে বার্নি স্যান্ডার্সের তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। এদিকে, হিলারি ক্লিনটনের প্রচারণা অফিস পরিদর্শন করেছেন তার স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। অন্যদিকে আলোচিত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রয়েছেন সিনেটর টেড ক্রুজসহ কয়েকজন প্রার্থী। তাছাড়া রয়েছেন ডেমোক্রেট মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডারস। রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী রয়েছেন জেব বুশও।
উল্লেখ্য, আগামী নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এর আগে জুলাইয়ে উভয় দলের জাতীয় কনভেনশনে দলীয় প্রার্থিতা চূড়ান্ত করা হবে। কনভেনশনের আগে সারা দেশে দলীয় সমর্থকরা নিজ নিজ রাজ্যে তাদের দলীয় প্রার্থী বাছাইয়ের ভোটাভুটিতে অংশ নিবেন।
বিবিসি, রয়টার্স, এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।