নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
করোনাভাইরাসের ভয়াল থাবায় বিপর্যস্ত সারাবিশ্ব। ক্রীড়াঙ্গনও বাদ যায়নি সেখান থেকে। স্থগিত হয়ে গেছে সকল খেলাধুলা। ফলে স্বাভাবিকভাবেই আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়েছে ফুটবল ক্লাবগুলোও। বাধ্য হয়ে ক্লাবের খেলোয়াড়দের বেতন কাটা হচ্ছে ও কর্মচারীদের ছাটাই করা হচ্ছে।
কিছু কিছু ক্লাব দেউলিয়া হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। এই ভয়াবহ অবস্থায় এগিয়ে আসার সিদ্বান্ত নিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। এক বিবৃতিতে ফিফার পরিচালনা পর্ষদ জানিয়েছে, ‘ফিফার শক্ত আর্থিক ব্যবস্থাপনা রয়েছে। এই কঠিন সময়ে তা থেকে সাহায্য করার দায়িত্ব আমাদের। এই মহামারিতে ফুটবলের ওপর যে আর্থিক প্রভাব পড়েছে সেটি মূল্যায়ন করে বিশ্বজুড়ে ফুটবল কমিউনিটিকে সহযোগিতা করার প্রক্রিয়া হাতে নিয়েছে ফিফা।’
ফিফা আরও জানিয়েছে, ‘আমাদের এখনও ১.৫ বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে। ছয়টি আঞ্চলিক কনফেডারেশন এবং সদস্য অ্যাসোসিয়েশনসহ পেশাদার, অপেশাদার, তৃণমূল পর্যায়েও এই সহযোগিতা পৌঁছে দেওয়া হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।