Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘‌দানের ব্যাপারটা আধ্যাত্মিক’-প্রচারের বিপক্ষে মাচেরানো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২০, ৭:৫৪ পিএম | আপডেট : ৭:৫৫ পিএম, ১ এপ্রিল, ২০২০

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ভয়াবহ অবস্থা। সেই অবস্থায় দাঁড়িয়ে নৈকিভাবে ফুটবলাররা আর্থিক সাহায্যের হাত বাড়িতে দিতে বাধ্য বলে মনে করেন আর্জেন্টাইন ফুটবলার জাভিয়ের মাচেরানো। বার্সেলোনার সাবেক এ ডিফেন্ডার মনে করে বিষয়টা ফুটবলারদের হৃদয় থেকেই আসতে হবে। আর সেটা যে ফলাও করে প্রচার করতে হবে, তার ঘোরতর বিরোধী তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে লাইভ ভিডিও বার্তায় মাচেরানো বলেন, ‘খুব সম্ভবত ফুটবলাররা সহজ টার্গেট, কারণ তাদের আর্থিক বিষয় নিয়ে প্রকাশ্যে আলোচনা হয়। খেলোয়াড়রা এখন নৈতিকভাবে সহযোগিতা করতে বাধ্য। এটা পরিষ্কার যে এমন পরিস্থিতে আমরা সবাই সাহায্যের হাত বাড়াতে যাচ্ছি।’

তবে সহায়তার এই খবর যে ফলাও করে প্রচার হতে হবে এমনটা বিশ্বাস করেন না মাচেরানো। তার মতে, ‘যা চলছে, আমরা অনেক খেলোয়াড় আছি যারা কি অবদান রাখছি, তা বলার প্রয়োজন নেই। আমি বিভিন্নভাবে অনেককেই সাহায্য করেছি, কিন্তু তা মিডিয়ায় আসেনি। এটা হৃদয় থেকে আসতে হবে এবং বলতে পারেন ব্যাপারটা আধ্যাত্মিক...।’

২০১৮ সালে বার্সেলোনা ছাড়ার পর মাচেরানো এখন আর্জেন্টিনার ক্লাব এস্টুডিয়ান্টেসের হয়ে খেলছেন। দেশের হয়ে ১৪৭ ম্যাচ খেলা ডিফেন্ডার বলেন, ‘আমি ভাগ্যবান যে বার্সেলোনার হয়ে খেলেছি। আমার শক্তি কী ছিল? কিছুই না। ক্লাবটিতে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করার পর, অবিশ্বাস্য দলে স্থায়ী হওয়ার পর আমি জয়ের সুযোগ পেয়েছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ